ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

৭৫ বছরের মধ্যে চীনে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬

৭৫ বছরের মধ্যে চীনে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত
ছবি: সংগৃহীত

৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) এ ঝড়টি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল।

চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় টাইফুনটি আঘাত হানে। বিশ্লেষকদের মতে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে।

রয়টার্স জানিয়েছে, সাংহাই শহরে অন্তত ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করে। বেবিনকার আঘাতে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। রোববার রাত থেকেই সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরে বেশ কিছু রেলওয়ে সেবাও।

এ ছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট, পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত