ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

ইসরায়েলে হামলা বন্ধে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২১:১৭  
আপডেট :
 ১৩ আগস্ট ২০২৪, ২১:২৭

ইসরায়েলে হামলা বন্ধে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান ইরানের

ইসরায়েলে হামলা বন্ধে যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইরান।

গত মাসে তেহেরানে হামাসের নেতা ইসমাঈল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে ইরান। খবর বিবিসি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে সোমবার (১২ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি ইরানের প্রতি ইসরায়েলে হামলা বন্ধের আহ্বান জানান।

এছাড়া সোমবার (১২ আগস্ট) বিকালে যুক্তরাজ্যসহ ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘অপরাধ বন্ধে ইরানের হামলা চালানোর অধিকার রয়েছে।’

এদিকে হামাস নেতা ইসমাঈল হানিয়া নিহতের ঘটনায় দায় স্বীকার করেনি ইসরায়েল। তারপরও তারা ইরানের হামলা রোধে উচ্চ সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে চলতি সপ্তাহের মধ্যেই ইরান ইসরায়েলে প্রক্সি হামলা চালাতে পারে। এছাড়া ইসরায়েলকে এ হামলা থেকে রক্ষায় যু্ক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করেছে।

বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বিমান হামলায় নিহতের পর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র পক্ষ থেকে এর প্রতিশোধ নিতে তারাও ইসরায়েল হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে।

তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি কোনো হামলা চালাবে না ইরান। দেশটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত