ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ২১:০১

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান গ্রেপ্তার
জেনারেল ফয়েজ হামিদ | সংগৃহীত ছবি

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক বাহিনী। হাউজিং স্কিম কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল কার্যক্রমও শুরু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) বলেছে, ভূমি আত্মসাৎ মামলা (টপ সিটি কেস) এবং অবসরের পর সেনাবাহিনীর একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে লেফটেন্যান্ট-জেনারেল (অব.) ফয়েজ হামিদকেকে সামরিক হেফাজতে নেয়া হয়েছে।

আরও বলা হয়েছে পাকিস্তান আর্মি অ্যাক্টের বিধানের অধীনে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অব.) বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থাটির প্রধান ছিলেন। তৎকালীন আইএসআই প্রধান ও বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনীরকে অপসারণের পর তাকে এ দায়িত্ব দেয়া হয়।

সে সময় বিভিন্ন প্রতিবেদেনে উঠে এসেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান মুনিরকে নিয়ে সন্তুষ্ট নন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত