হামাস প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ২০:০৮ আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০:১১
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। গতকাল মঙ্গলবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গত ৩১ জুলাই ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারান।
মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায়, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন। আল্লাহ তাঁকে (হানিয়াকে) রহম করুক।’
হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও শেষমেষ ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা।
নতুন দায়িত্ব গ্রহণ করার আগপর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনওয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ৬১ বছর বয়সী সিনওয়ারকে মনে করা হয়। যদিও এই হামলার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সিনওয়ারকে।
ইসরায়েলের দাবি, সেদিন হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিলেন এবং আরও কয়েক হাজার আহত হয়েছিলেন। এ ছাড়া দুই শতাধিকের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এসবিটি