ধানক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৩৩
যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার জাপানের টোকিওর দক্ষিণ-পশ্চিমের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর রয়টার্স।
স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) জাপানি জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এনএইচকে জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী কানাগাওয়া অঞ্চলে শনিবার বেলা ১১টার আগে এই ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে ১২ ক্রু সদস্য ছিলেন। তাদের সবাই নিরাপদে আছেন।
তবে হেলিকপ্টারেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন নৌবাহিনীর চিহ্ন সম্মিলিত এই হেলিকপ্টারটি ঘটনার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পরে আবার আকাশে উড্ডয়ন করে।
এই ঘটনার কারণ হিসেবে ইঞ্জিনের ত্রুটিকে দায়ী করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এর বাইরে আর কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে এনএইচকে।
বাংলাদেশ জর্নাল/এফএম