কেরালায় ভূমিধস: ২৮২ জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৫:৫৪
ভারতের কেরালায় ভূমিধসের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দুইদিন পেরিয়ে গেলেও উদ্ধার হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত ২৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মঙ্গলবার ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদি গ্রামে ভয়াবহ ভূমিধস ঘটে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২৮২ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৪০ জন মানুষ।
সেদিন রাতে ব্যাপক ভূমিধস ঘটে মেপ্পেদির বিস্তৃত পাহাড়ি অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত মোট তিনবার ভূমিধস ঘটেছে ওই এলাকায়।
তাদের আশঙ্কা, এই শ্রমিকদের অনেকেই ভূমিধসের পর নদীর স্রোতে ভেসে গেছেন। এছাড়া ব্যাপক স্রোতের চাপে ভেঙে পড়েছে শালিয়ার নদীর ওপরের সেতুটিও।
কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। যতটা সম্ভব দ্রুততার সঙ্গে চলছে উদ্ধারকাজ।
বাংলাদেশ জার্নাল/এফএম