ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাকিস্তানে সেনা সদস্যকে হত্যা করল বিক্ষোভকারীরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ২১:৩০

পাকিস্তানে সেনা সদস্যকে হত্যা করল বিক্ষোভকারীরা
সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের শহর গোয়াদরে একটি মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এতে একজন সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর ডয়চে ভেলের।

খবরে বলা হয়েছে, দেশটির একটি জাতীয়তাবাদী জাতিগত বালুচ আন্দোলন গত কয়েকদিন ধরে বন্দর নগরীটির মহাসড়ক অবরোধ করে তাদের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তি দাবি করছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলনের সদস্যদের গ্রেপ্তার করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে, প্রতিবাদকারীরা তাদেরকে পাহারা দেয়ায় নিয়োজিত সেনা সদস্যদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে। সহিংস প্রতিবাদকারীদের বিনা প্ররোচনায় হামলায় একজন সেনা কর্মকর্তাসহ ১৬ সৈনিক আহত হয়েছেন।

এদিকে, বালুচ আন্দোলনের নেতা বেবার্গ বালুচ জানিয়েছেন, সেনাবাহিনী শক্তি প্রয়োগ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। সেই সময় নারী এবং শিশুসহ অনেকে আহত হন। তবে সেনাবাহিনীর উল্লেখ করা হতাহতের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরান এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। সেখানে বিচ্ছিন্নতবাদী বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী দাবি করেছে, সংশ্লিষ্ট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের বড় হিস্যা পেতে তারা লড়াই করছে।

প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিদেশি বিনিয়োগকারী একটি দলের সফর বন্ধ করতে ‘ষড়যন্ত্র' করছেন। আগামী সপ্তাহে দলটির এই প্রদেশের গোয়াদর শহর সফর করার কথা রয়েছে।

তিনি আন্দোলনকারীদেরকে শান্তি নিশ্চিতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। বুগতি বলেন. ‘‘আমাদের দরজা খোলা রয়েছে।''

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘রোড অ্যান্ড বেল্ট' প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অঞ্চলে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যার একটি অংশ গোয়াদর বন্দরের উন্নয়ন এবং আরো কিছু প্রকল্পে ব্যয় করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত