ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:৩৩

নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ৬
নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ৬। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টার শহরের একটি পার্কে বন্দুক হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, নিউইয়র্কের রচেস্টার শহরে একটি পার্কে গণজমায়েতে হামলাটি চালানো হয়। এই হামলায় ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, আহতদের কয়েকজনকে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রতিবছরই এ ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত