ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ৯ ঘন্টা আগে
শিরোনাম

কমলা হ্যারিসকে নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১২:৩৯  
আপডেট :
 ২৭ জুলাই ২০২৪, ১২:৫৩

কমলা হ্যারিসকে নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেছেন, কমলা নেতানিয়াহুর বক্তব্য এড়িয়ে গেছেন কারণ তিনি ইহুদিদের পছন্দ করেন না। শনিবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকে পছন্দ করেন না এবং তিনি বদলাবেন না।

গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি গাজায় চলমান ইসরায়েলের যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন এবং বিক্ষোভকারীদের উপহাস করেছেন।

এদিকে বিভিন্ন রিপোর্টের বরাতে বলা হয়েছে, পূর্ব-পরিকল্পিত নির্বাচনী ক্যাম্পের কারণে নেতানিয়াহুর ভাষণে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস। এছাড়া কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত