ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১৮:০৯

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ
উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

পূর্ব উপকূলে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে সেটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে।

বুধবার (২৬ জুন) এই ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় উড়েছিল।

এ বিষয়ে একটি ফোন কলে আলাপ করেছেন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তারা। একইসঙ্গে এই উৎক্ষেপনকে এই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি বলে সমালোচনাও করেছেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে এ ধরনের আরও বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড।

এর আগে, ৩০ মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত