ঈদের নামাজ নিয়ে যে নির্দেশনা দিলো সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ২০:২৪ আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:৪৫
সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে বলে নির্দেশনা নিয়েছেন দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন তিনি।
নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।
মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ জার্নাল/টিআর