ইসরায়েলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিলো হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২০:১১
ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (২০ নভেম্বর) সকালের দিকে চালানো এই হামলায় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েলের।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। এতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিওতে আরও দেখা গেছে, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে, হামলার ঘটনার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।
টাইমস অব ইসরায়েল জানায়, উত্তর ইসরায়েলের তিনটি শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার বিষয়ে সতর্ক করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ জার্নাল/সামি