ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৪৪  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০২৩, ১১:৪৯

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়া এই ভূমিকম্পের পর অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পাকিস্তানে অবশ্য চলতি বছর বেশ কয়েক দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সবশেষ গত মে মাসের প্রথম সপ্তাহে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে কম্পন অনুভূত হওয়ার পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত