ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নেপালে ফের ভূমিকম্প, কাঁপল ভারতও

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:৪৭  
আপডেট :
 ০৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

নেপালে ফের ভূমিকম্প, কাঁপল ভারতও
ফাইল ছবি

নেপালে ভূমিকম্প হয়েছে। একইসঙ্গে ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে, এদিন বিকেলের ভূমিকম্পের উৎসস্থল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৫ দশমিক ৬।

অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার নেপালে একটি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

এর আগে শনিবার রাতেও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পনের উৎসস্থল সেবারও ছিল নেপাল।

আরও পড়ুন: নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও

দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ, বিহারসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছিল। নেপালে সেই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারা গেছে দেড় শতাধিক মানুষ।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত