নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:৪৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০২:১৫
নেপালে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাতে এই ভূমিকম্পের অনুভূত হয়। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
অপরদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স প্ল্যাটফর্মে লিখেছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। দিল্লিসহ আশপাশের শহরগুলোতেও ভূকম্পন অনুভূত হয়েছে।
২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়। নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্প-প্রবণ এলাকা।
বাংলাদেশ জার্নাল/এসএ