ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

প্রবল শক্তিতে ভারত-পাকিস্তানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৪৩  
আপডেট :
 ১৩ জুন ২০২৩, ১১:৫৪

প্রবল শক্তিতে ভারত-পাকিস্তানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
ছবি: সংগৃহীত

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ দ্রুত শক্তি সঞ্চার করে মারাত্মকভাবে ধেয়ে যাচ্ছে ভারত-পাকিস্তান উপকূলে। এটি ১৯০ কিলোমিটার পর্যন্ত গতি ধারণ করেছে। ঘূর্ণিঝড় এগিয়ে আসায় দুই প্রতিবেশী দেশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

ভারতের গুজরাটের কুচে এবং পাকিস্তানের করাচিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকাগুলোতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

বর্তমান গতিপথ বজায় থাকলে বুধবার (১৪ জুন) দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গুজরাটের কুচে এবং পাকিস্তানের করাচির মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে।

অন্যদিকে পাকিস্তানের করাচিতে ‘ক্লাউডবার্স্ট’ হতে পারে বলে জানিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। এজন্য উপকূলীয় এলাকার প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুর : ঘূর্ণিঝড় বিপর্যয়, করাচিতে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত