আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫:৪৯
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ৫ জন। শনিবার রাজধানী মাজার-ই-শরিফ শহরে সাংবাদিকদের এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ হতাহতের ঘটনা ঘটে। আরব নিউজ।
প্রদেশটির পুলিশের মুখপাত্র মো. আসিফ ওয়াজিরি বলেন, ভয়াবহ বোমা হামলায় এখন পযর্ন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দেশটির বলখ প্রদেশে এক বিস্ফোরণের ঘটনায় স্থানীয় গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা ছিলেন।
তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে। তবে বৃহস্পতিবার ও আজকের বোমা বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এখনো কোনো জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে ঘটনার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ জার্নাল/সামি/আরকে