ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দোনবাসে গণহত্যা বন্ধ করতেই ইউক্রেনে সামরিক অভিযান: পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২২, ০৩:৫৯

দোনবাসে গণহত্যা বন্ধ করতেই ইউক্রেনে সামরিক অভিযান: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ইউক্রেনের দোনবাস অঞ্চলে গণহত্যা বন্ধ করতেই দেশটিতে রুশ বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে। এমনই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এক ভাষণে পুতিন বলেন, রুশ সামরিক অভিযানের মূল লক্ষ্যই দোনবাসের সাধারণ জনগণকে ‘গণহত্যা’ থেকে বাঁচানো। সামরিক অভিযানই দোনবাসে গণহত্যা বন্ধের একমাত্র উপায় বলেও এসময় জানান তিনি।

প্রেসিডেন্ট পুতিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক তাদের এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনকে নিরস্ত্র ও নাৎসিমুক্ত করতেই রুশ বাহিনী দেশটিতে অভিযান চালাচ্ছেন।

পুতিন জানান, ‘দোনবাসের বাসিন্দারা ২০১৪ সালে কিয়েভে অভ্যুত্থানের সঙ্গে দ্বিমত জানানোর পরেই ইউক্রেনের সেনারা তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই অঞ্চলের মানুষকে অবরুদ্ধও করে তাদের ওপর ক্রমাগত গোলাবর্ষণ ও বিমান হামলা চালাতে থাকে ইউক্রেনের সরকার।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে নিরস্ত্র ও নাৎসিমুক্ত করার জন্য রুশ সামরিক বাহিনী শুধুমাত্র ইউক্রেনের সামরিক স্থাপনায় আক্রমণ করছে।

দোনবাসে রক্তপাতের জন্য দায়ী সব যুদ্ধাপরাধীকে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলেও ঘোষণা দেন পুতিন।

স্পুতনিকের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) ইউক্রেনের সামরিক বাহিনী ও কট্টর জাতীয়তাবাদী সশস্ত্র ব্যাটালিয়নের হামলা থেকে রক্ষা পেতেই রাশিয়ার কাছে সাহায্যের আবেদন জানায়। তারপরেই রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন।

দোনবাস অঞ্চলের স্বঘোষিত দুই রাষ্ট্র দোনেৎস্ক ও লুহানস্কে ব্যাপক গোলাবর্ষণের পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ সৈন্যরা। সামরিক অভিযান শুরুর আগে দোনেৎস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রকে দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত