ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা

  ময়ুখ বসু, কলকাতা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ১২:৪৯

ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা
প্রতীকী ছবি: আল জাজিরা

ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। ফলে সক্রিয় রোগির সংখ্যা কমেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রোববারের বুলেটিনে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৪৫ জন বলে উল্লেখ করা হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

ভারতে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ২৪ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। তবে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু। রোববার একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৬ জনের।

এর মধ্যে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায়ই মারা গেছেন ৪৬৭ জন। কেরালায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৬ জন।

এরপর রয়েছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। যদিও পশ্চিমবঙ্গে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭০। ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এদিকে ভারতে মোট ১০৮ কোটি ২১ লখেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে। তবে ভারতে দিওয়ালি পরবর্তী সময়ে করোনায় মৃত্যু বাড়ায় সাধারণ মহলে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত