ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিশ্ব গণমাধ্যমে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের খবর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৬:৩৬  
আপডেট :
 ০৯ জুলাই ২০২১, ১৬:৪৫

বিশ্ব গণমাধ্যমে নারায়ণগঞ্জে  অগ্নিকাণ্ডের খবর
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের খবর শুক্রবার বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। কয়েকটি গণমাধ্যম একাধিক খবরও প্রকাশ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় এ আগুন লাগে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইনে খবরটি শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করা হয়। খবরের শিরোনাম ছিল, ‘ফলের রসের বহুতল কারখানায় আগুন, বাংলাদেশে মৃত ৫২, জখম অন্তত ৫০’। খবরের সঙ্গে একাধিক ছবি সংযুক্ত রয়েছে।

বিবিসি বাংলায় মৃতের সংখ্যা ৪৯ বলে উল্লেখ করা হয়। খবরের শিরোনাম ছিল, ‘ অগ্নিকাণ্ড: নারায়ণগঞ্জে জুস কারখানার আগুনে অন্তত ৪৯ জন নিহত’।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজে মৃতের সংখ্যা উল্লেখ করা হয় ৫২। সংবাদটির শিরোনাম ছিল, ‘বাংলাদেশে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫২ : পুলিশ’।

এটিকে শীর্ষ সংবাদ হিসেবে ওয়েবসাইটে রেখেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সেখানে খবরটির শিরোনাম ‘বাংলাদেশে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫২ : রিপোর্ট।’ সংবাদমাধ্যমটি কারখানায় অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে আরও একটি খবর প্রকাশ করেছে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৫২ উল্লেখ করা হয়েছে। খবরটির শিরোনাম, ‘বাংলাদেশে কারাখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত, ভবনটিতে এখনও ধোয়া উড়ছে।’

খবর প্রকাশ করেছে ফরাসী সংবাদমাধ্যম ফ্রান্স টুয়ান্টিফোরও। তাদের খবরে নিহতের সংখ্যা তিন জন এবং আহত ৩০ জন বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত