ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ০৩:৩২

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন, তা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন বাইডেন। সেখানেই ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এই পদের জন্য সম্ভাব্য তালিকায় হিলারি ক্লিনটন আছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মর্যাদা বাড়াতে ও অবস্থান শক্ত করতে তাকে নিয়োগ দেয়া হতে পারে।

তিনি আরও বলেন, আমি তাদের জানাতে চাই, আমেরিকা ফিরে এসেছে। আমরা খেলায় ফিরতে যাচ্ছি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান তখনকার ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার অধীন তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন-

স্কুল থেকে ট্রাম্পের নাতি-নাতনিকে প্রত্যাহার

এবার রাস্তায় নামছে ট্রাম্প সমর্থকরা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত