বুশ কাকে ভোট দিয়েছেন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ০৪:০০ আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৪:১৪
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সস্ত্রীক ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত দেশটির দুবারের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তারা কাকে ভোট দিয়েছেন সে সম্পর্কে কিছু বলবেন না বলে জানিয়েছেন। গত নির্বাচনে জর্জ বুশ ও তার স্ত্রী লরা বুশের ভোট পড়েছিল ‘নান অব দ্য অ্যাভাব’ বিকল্পে।
গত নির্বাচনে ভোট কোথায় দিয়েছেন জানালেও এবার সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি কাকে ভোট দিয়েছেন তা জানানোর কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন জর্জ বুশের এক মুখপাত্র।
জর্জ বুশ ও ডোনাল্ড ট্রাম্প একই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বুশ তার উত্তরসুরীকে সমর্থন করেন না বলেই জানা যায়।
আরো পড়ুন: রেকর্ড পরিমাণ ভোট পড়ার আশা বাইডেনের
মার্কিন সংবাদমাধ্যম ডালাস মর্নিং নিউজের প্রতিবেদন অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র ফ্রেডি ফোর্ড বলেন, প্রেসিডেনশিয়াল রাজনীতি থেকে অবসর নিয়েছেন বুশ এবং তারা ভোটের বিষয়টি গোপন রাখবেন। এই তথ্য শুধু তারাই জানবেন। এই ব্যক্তিগত বিষয়ে এবার তারা কোনো কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এইচকে
আমেরিকা নির্বাচনের আরো খবর:
> নির্বাচনী সহিংসতার শঙ্কায় উদ্বিগ্ন গোটা আমেরিকা
> গতবারের চেয়ে বড় জয়ের প্রত্যাশা ট্রাম্পের
> ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস
> ট্রাম্প-কমলার জয় কামনায় ভারতে প্রার্থনা
> মার্কিন নির্বাচনের নানা নাটকীয় ঘটনা
> ‘আমি ওবামা, প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?’
> মার্কিন নির্বাচনে ‘সামাজিক মাধ্যম’ নিয়ে বিতর্ক
> নির্বাচনে ট্রাম্প-বাইডেনের যত প্রতিশ্রুতি
> এবারের মোট ভোটার ও নির্বাচন প্রক্রিয়া
> মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনায় মেলানিয়া
> বিজ্ঞাপনে দুই প্রার্থীর বিলিয়ন ডলার ব্যয়
> আমেরিকা নির্বাচনের ফল জানা যাবে কখন?