ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

রেকর্ড পরিমাণ ভোট পড়ার আশা বাইডেনের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ০৩:৫২  
আপডেট :
 ০৪ নভেম্বর ২০২০, ০৪:১২

রেকর্ড পরিমাণ ভোট পড়ার আশা বাইডেনের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভোট পড়বে বলে আশা করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার ভোট চলার মধ্যেই পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়ায় রাস্তায় সমবেত সমর্থকদের সামনে বক্তব্যে এই আশাবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত জনতাকে তার সমর্থনে স্লোগান দিয়ে উল্লাস করতে দেখা যায়। ‘আমরা তোমাকে ভালোবাসি’ এবং ‘আংকেল জো’ বলতে শোনা যায় সেখান থেকে।

সমবেত জনতার উদ্দেশে বাইডেন বলেন, আমেরিকার ইতিহাসে এবার অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি মানুষকে ভোট দিতে দেখতে যাচ্ছি আমরা।

১৫ কোটির বেশি মানুষ ভোট দেবেন বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।

ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ১৮ থেকে ৩০ বছর বয়সীরা ‘বড় সংখ্যায়’ ভোট দিচ্ছেন এবং এই ভোটের ‘৫৪ শতাংশ’ নারী ভোটার বলে তিনি ধারণা করছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আমেরিকা নির্বাচনের আরো খবর:

> নির্বাচনী সহিংসতার শঙ্কায় উদ্বিগ্ন গোটা আমেরিকা

> গতবারের চেয়ে বড় জয়ের প্রত্যাশা ট্রাম্পের

> ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস

> ট্রাম্প-কমলার জয় কামনায় ভারতে প্রার্থনা

> মার্কিন নির্বাচনের নানা নাটকীয় ঘটনা

> ‘আমি ওবামা, প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?’

> মার্কিন নির্বাচনে ‘সামাজিক মাধ্যম’ নিয়ে বিতর্ক

> নির্বাচনে ট্রাম্প-বাইডেনের যত প্রতিশ্রুতি

> এবারের মোট ভোটার ও নির্বাচন প্রক্রিয়া

> মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনায় মেলানিয়া

> বিজ্ঞাপনে দুই প্রার্থীর বিলিয়ন ডলার ব্যয়

> আমেরিকা নির্বাচনের ফল জানা যাবে কখন?

> নির্বাচনের রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি

> মার্কিন ভোটের লড়াই কি আদালতে গড়াবে?

  • সর্বশেষ
  • পঠিত