বিজ্ঞাপনে দুই প্রার্থীর বিলিয়ন ডলার ব্যয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ০২:৪১
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে সব সময়ই বিজ্ঞাপনকে গুরুত্ব দেওয়া হয়ে আসছে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজ্ঞাপনে ৬৩৮ মিলিয়ন ডলার খরচ করেছেন, যার বেশিরভাগ গেছে টিভি বিজ্ঞাপনে। অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বিজ্ঞাপন বাবদ মোট বরাদ্দ ছিল ৪৭২ মিলিয়ন ডলার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন সকাল পর্যন্ত নির্বাচনী প্রচারে বিজ্ঞাপন বাবদ যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থীর ব্যয়ের এই তথ্য দিয়েছে একটি মিডিয়া অ্যানালাইসিস গ্রুপ।
এতে বলা হয়, ডিজিটাল বিজ্ঞাপনে অবশ্য ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর থেকে ৪৩ মিলিয়ন ডলার বেশি ব্যয় করে থাকতে পারেন। তবে প্রচারের শেষ সপ্তাহে লোকজনকে ভোট দিতে উৎসাহী করতে দেওয়া ফেইসবুক বিজ্ঞাপনে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন বাইডেন।
তাছাড়া পেনসিলভেইনিয়া, অ্যারিজোনা ও মিশিগানের মতো ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে বিজ্ঞাপনে বেশি খরচ করেছেন বাইডেন।
বাংলাদেশ জার্নাল/এইচকে
আমেরিকা নির্বাচনের আরো খবর:
> নির্বাচনী সহিংসতার শঙ্কায় উদ্বিগ্ন গোটা আমেরিকা
> গতবারের চেয়ে বড় জয়ের প্রত্যাশা ট্রাম্পের
> ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস
> ট্রাম্প-কমলার জয় কামনায় ভারতে প্রার্থনা
> মার্কিন নির্বাচনের নানা নাটকীয় ঘটনা
> ‘আমি ওবামা, প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?’
> মার্কিন নির্বাচনে ‘সামাজিক মাধ্যম’ নিয়ে বিতর্ক
> এবারের মোট ভোটার ও নির্বাচন প্রক্রিয়া
> মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনায় মেলানিয়া
> আমেরিকা নির্বাচনের ফল জানা যাবে কখন?