ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস

  আন্তির্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২০, ২০:০২

ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ভোট চুরি করা ঠেকাতে তিনি পদ্ধতিগতভাবে কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন। শেষ পর্যন্ত মার্কিন জনগণের ভোট গণনা স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদী। খবর ফক্সনিউজ, হাফিংটন পোস্টের।

ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আপোষ মিমাংসার দায়িত্ব তার হাউজের। তিনি বলেন, কোনওভাবেই মার্কিন কংগ্রেস নির্বাচন নিয়ে কোনও ধরণের বিশৃঙ্খলা হতে দেবে না।

ট্রাম্প ভোটের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করলে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার মতো শক্তিশালী অবস্থানে রয়েছেন পেলোসি। হাফিংটন পোস্টকে বলেছেন, তিনি অবিশ্বাস্য কোনো ফলাফল আশা করছেন না, যেখানে কংগ্রেসকে বিজয়ী ঘোষণা করতে হবে। কিন্তু প্রয়োজন হলে তিনি সে পথেই হাঁটবেন। নির্বাচনের আগে–পরে ট্রাম্প যাতে কোনো গোলযোগ না বাধাতে পারেন, সে লক্ষ্যে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন পেলোসি।

স্পিকার পেলোসি বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই সবচেয়ে বাজে পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছি। আমরা আগেও তার সংবিধানের প্রতি অসম্মান জানানোর বাজে পরিস্থিতি দেখেছি। কোনো সমস্যা দেখলে আমাদের আইনজীবীরা ব্যবস্থা নেবেন।’

পেলোসি আরও বলেছেন, ট্রাম্প ও তার প্রচারণা শিবির বাজে খেলায় অংশ নেওয়ার জন্য যে পরিকল্পনা প্রচার করেছে, তা বন্ধ করার জন্য প্রস্তুতিতে সহায়তা হয়েছে। তারা জনগণকে ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়। এটা করলে তাদের বাধা দেওয়া হবে।

নির্বাচনের রাতে প্রেসিডেন্ট যদি নিজেকে জয়ী ঘোষণা করেন এবং ভোট গণনা বাকি থাকে, তার জন্যও তিনি প্রস্তুত আছেন। পেলেসি বলে, ‘এটা ছেলেখেলা নয়। এটা সাংবিধানিক বিষয়।’

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত