ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২০, ০০:০১  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০২০, ০০:০৯

দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন ট্রাম্প।

ট্রাম্পের নির্বাচনী দল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি পয়েন্টের ব্যবধানে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন, ১৫ই অগাস্ট দ্বিতীয় বিতর্কে অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ড: শন কোনলি সোমবার সন্ধ্যায় বলেন, তিনি যদিও পুরোপুরি বিপদমুক্ত নন, তবে আমার দল ও আমার বিবেচনায় এবং অবশ্যই তার স্বাস্থ্য পরীক্ষার নিরিখে, তার ঘরে ফেরাকে আমরা সমর্থন করছি।

আগামি ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্রথম বিতর্কটি ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ফক্স নিউজের সংবাদকর্মী ক্রিস ওয়ালেস এই বিতর্ক অনুষ্ঠান সঞ্চালন করেছেন। সূত্র- ভয়েস অব আমেরিকা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত