ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ভোটারদের প্রশ্নে খেই হারালেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৯  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০

ভোটারদের প্রশ্নে খেই হারালেন ট্রাম্প

সামনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এবিসি নিউজের এক অনুষ্ঠানে ভোটারদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে করোনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে তালগোল পাকিয়ে দেন ট্রাম্প। মঙ্গলবার রাতে পেনসিলভানিয়ার এ আয়োজনে কিছু কিছু প্রশ্নে অনেকটা ক্ষেপে গিয়েছিলেন ট্রাম্প। খবর সিএনএনের।

ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনিশ্চিত ভোটারদের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিটের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিসি নিউজের জর্জ স্টেফানোপোলোস।

কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নেননি এমন এক ভোটার ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি যদি বিশ্বাস করেন আমেরিকাকে রক্ষা করা প্রেসিডেন্টের দায়িত্ব, তাহলে মহামারিকে অবহেলা করলেন কেন? এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটিকে অবহেলা করিনি। বরং অনেক সময় কাজের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি।

এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, করোনাভাইরাস এমনিতেই চলে যাবে, কোনও ভ্যাকসিনের দরকার হবে না। এ কথায় অবাক হয়ে সঞ্চালক জর্জ স্টেফানোপোলোস জিজ্ঞেস করেন, ‘ভাইরাস ভ্যাকসিন ছাড়াই চলে যাবে?’ ট্রাম্প বলেন, অবশ্যই, একটা সময় পর। আর আপনাদের মধ্যে ‘হার্ড মেন্টালিটি’ (গুচ্ছ মানসিকতা) তৈরি হবে।

অনুষ্ঠানে অংশ নেয়া এক ভোটার ট্রাম্পের কাছে জানতে চান, রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণার স্লোগানে বলা হচ্ছে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ অর্থাৎ’ আমেরিকাকে আবারও মহান করো। কিন্তু আমেরিকায় যেখানে বর্ণবৈষম্য বিদ্যমান সেখানে দেশটি মহান ছিল কবে?

উত্তরে ট্রাম্প বলেন, আমাদের দেখতে হবে কোনটা মহান ছিল? আমার আশা, এখানে কোনও বৈষম্যের সমস্যা নেই। বলতে পারি, আমার মধ্যে এ সমস্যা নেই, কারণ সব বর্ণের মানুষের প্রতি, সবার প্রতি আমার প্রচুর সম্মান রয়েছে। সেটার জন্যই এই দেশ মহান।

এ অনুষ্ঠানে প্রথম ট্রাম্প উডওয়ার্ডের বই নিয়ে কথা বলেন। ট্রাম্প করোনাকে পাত্তা দেননি বইয়ে উল্লেখ করা এমন মন্তব্য নিয়ে ট্রাম্প বলেন, আমি বিভিন্নভাবে করোনাকে বেশি গুরুত্ব দিয়েছি। পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে। আমি চীনের সঙ্গে কী করলাম, নিষেধাজ্ঞা দিলাম। ইউরোপের সঙ্গে, নিষেধাজ্ঞা দিলাম। যদি নিষেধাজ্ঞা না দিতাম তাহলে আরও কয়েক হাজার মানুষ হারাতে হতো।

আরো পড়ুন: তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত