ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বৈরুতে বিস্ফোরণ: লেবানন সরকারের পদত্যাগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ০০:১৫  
আপডেট :
 ১১ আগস্ট ২০২০, ১১:৫০

বৈরুতে বিস্ফোরণ: লেবানন সরকারের পদত্যাগ

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর টানা বিক্ষোভে চাপের মুখে মুখে গোটা মন্ত্রিসভাসহ পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়।

হাসানা দিয়াব তার ভাষণে বলেন, সরকারের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। এ কারণেই ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের নিয়ে বেশিদূর চলা অসম্ভব। তাই সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ খোলা নেই।

প্রসঙ্গত, গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত