বৈরুতে বিস্ফোরণ: লেবানন সরকারের পদত্যাগ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ০০:১৫ আপডেট : ১১ আগস্ট ২০২০, ১১:৫০
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর টানা বিক্ষোভে চাপের মুখে মুখে গোটা মন্ত্রিসভাসহ পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।
ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়।
হাসানা দিয়াব তার ভাষণে বলেন, সরকারের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। এ কারণেই ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের নিয়ে বেশিদূর চলা অসম্ভব। তাই সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ খোলা নেই।
প্রসঙ্গত, গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।
আরএ