ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাকিব

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাকিব

অপেক্ষার পালা শেষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ বসল তারার মেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-১৮’। পূর্বঘোষিত ২৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে বিকেল ৪টা ২০ মিনিটে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৭ সালের জন্য আজীবন সম্মাননা পান বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা। ২০১৮ সালের জন্য অভিনেতা প্রবীর মিত্র ও আলমগীর।

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান যৌথভাবে শাকিব খান- সত্তা (২০১৭) ও আরিফিন শুভ- ঢাকা অ্যাটাক (২০১৭)। ফেরদৌস (পুত্র) ও সাইমন (জান্নাত) যৌথভাবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান চতুর্থবারের মতো সেরা নায়ক নির্বাচিত হলেন। বিকেল ৪টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন তিনি।

আলোঝলমল আয়োজনে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন নুসরাত ইমরোজ তিশা (হালদা) এবং ২০১৮ সালের দেবী ছবির জন্য গ্রহণ সেরা অভিনেত্রীর পুরস্কার।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত