ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মৌলিক গান নিয়ে আসছেন লাবিবা, সঙ্গে ইমরান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:০৩

মৌলিক গান নিয়ে আসছেন লাবিবা, সঙ্গে ইমরান

দেশের ক্ষুদে সঙ্গীত প্রতিভাদের নিয়ে আয়োজিত রিয়্যালিটি শো ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন ফাইরুজ লাবিবা। সব প্রতিযোগিদের পেছনে ফেলে বিজয়ীর মুকুট জিতে নিয়েছিলেন খুলনার এই ছোট্ট মেয়ে।

‘গানের রাজা’ খেতাব পাওয়া সেই লাবিবা প্রথমবারের মত মৌলিক গান নিয়ে আসছেন। তবে সেটি সলো নয়, দ্বৈত। প্রথম গানেই পেয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরানকে। তার সঙ্গে রোমান্টিক আঙ্গিকে একটি ডুয়েট গানে কন্ঠ দেন লাবিবা। ‘ফেলে আসি মন’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানে দ্বৈত কন্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

সম্প্রতি গানটিতে কন্ঠ দিয়েছেন লাবিবা ও ইমরান। খুব শিগগিরই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে গানটি ভিডিওসহ প্রকাশ হবে বলে জানা যায়।

ইমরান মাহমুদুল বলেন, ‘প্রতিযোগিতার দিনগুলোতে লাবিবার মধ্যে সম্ভাবনা বেশি দেখেছি। লাবিবা শতভাগ মন দিয়ে নতুন গানটি গেয়েছে। ওর কণ্ঠকে প্রাধান্য দিয়ে তেমন একটি রোমান্টিক গান তৈরি করেছি। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায়, প্রতিযোগিতায় ও যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।’

লাবিবা বলেন, ‘এটা আমার প্রথম মৌলিক গান। গানটি আমার জন্য অনেক বড় কিছু। গানটির ডেমো পাওয়ার পরে আমার ও আমার আম্মুর কাছে গানটি খুব ‍প্রিয় হয়ে গেছে। আমি অনেক আশাবাদী। খুব শিগগিরই গানটিতে আমি নিজেই মডেল হবো। আমার সাথে থাকবেন ইমরান ভাইয়া।’

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত