ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যে কারণে লন্ডন যাচ্ছেন নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪

যে কারণে লন্ডন যাচ্ছেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারতে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। বাহ্যিক সৌন্দর্যের মতোই সদ্য ফোটা ফুলের সুবাস ছড়ায় তার চিন্তাধারা। পেশাগত জীবনের মতো শিক্ষাগত দিকেও মেধাবী ফারিয়া। এবার ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে জানান।

মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘জ্বীন থ্রি’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত