ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

অভিনেত্রী সুবাহর যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৯  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২৫, ২১:৫১

অভিনেত্রী সুবাহর যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে
অভিনেত্রী হুমায়রা সুবাহ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী হুমায়রা সুবাহ। এ অভিনেত্রীর একটি খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিছু নেটিজেন তার এ মন্তব্যকে হাস্যরস হিসেবে নিয়েছেন, আবার অনেকে মনে করছেন, সুবাহ আবারও তার সাহসী বক্তব্যের মাধ্যমে নিজেকে জীবনের প্রতি সৎ এবং অকপট প্রমাণ করলেন।

সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এক অদ্ভুত স্বপ্নের কথা শেয়ার করেন অভিনেত্রী সুবাহ।

গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সুবাহ জানান, তিনি ভবিষ্যতে ‘সুগার মাম্মি’ হতে চান। এ সময় তিনি বলেন, আমি ৪০ বছর পার হলে সুগার মাম্মি হতে চাই। যারা সুগার মাম্মির ছেলে হতে চান, তারা চল্লিশের পর বুক দিতে পারেন,—এ কথা বলে তিনি উপস্থিত সবাইকে মজা দেন।

সুবাহ’র খোলামেলা এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি অনেকেই তার এই খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন।

এমন সাহসী বক্তব্যের মাধ্যমে সুবাহ আরও একবার প্রমাণ করলেন যে তিনি নিজের জীবন নিয়ে বরাবরই সৎ এবং অকপট। তবে এই মন্তব্যকে তিনি শুধুই মজার ছলে বলেছেন নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

তবে সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি।

সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ‍দুজনের বিচ্ছেদ হয়।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত