ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানালেন অভিনেত্রী তমালিকা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮

বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানালেন অভিনেত্রী তমালিকা
স্বামীর সঙ্গে অভিনেত্রী তমালিকা কর্মকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক

বছর পাঁচেক ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল যে, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু আজ স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তমালিকা নিজেই প্রকাশ করলেন তার বিয়ের কথা।

সোমবার (২০ জানুয়ারি) তমালিকা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্য দিয়ে নিশ্চিত হয়ছে, তিনি বিয়ে করেছেন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি।

তমালিকা একটি ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।

এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।

জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাঁরা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত