ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সমুদ্র সৈকতে তাহসান-রোজার মধুচন্দ্রিমা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৮  
আপডেট :
 ১৩ জানুয়ারি ২০২৫, ২০:২২

সমুদ্র সৈকতে তাহসান-রোজার মধুচন্দ্রিমা
তাহসান-রোজার রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা।

মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাতে গত ৭ জানুয়ারি সকালে দেশের একটি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা দম্পতি।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্সের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহসানের স্ত্রী রোজা।

মধুচদ্রিমার ছবিতে সাগর পাড়ে লাল পরী মনে হচ্ছে নববধূ রোজাকে। লাল গাউনে ধরা দিয়েছেন তিনি।

ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা যাচ্ছে, মালদ্বীপের সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা। পরনে লাল জামা। আনমনে তাকিয়ে আছেন...। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা দ্বীপ।

এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদ এবং তাহসান খান ৪ জানুয়ারি সন্ধ্যায় বিয়ে করেন।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত