ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

মুরাদ নূরের সুরে জিয়াউর রহমানের থিম সং

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪১  
আপডেট :
 ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৯

মুরাদ নূরের সুরে জিয়াউর রহমানের থিম সং
ছবি: সংগৃহীত

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে থিম সং নির্মিত হচ্ছে। গীতিকবি মুনশি ওয়াদুদের কথায়, সুরকার মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গতকাল রাজধানীর লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়।

গীতিকবি মুনশি ওয়াদুদ বলেন, রাজীবের গলাটা আমার কাছে খুব স্পেশাল মনে হলো। স্পষ্ট উচ্চারণ। অস্বাভাবিক কঠিন শব্দগুলো অবলীলায় কাব্যিক হয়ে উঠেছে। জিয়াউর রহমানকে চিত্রিত করার জন্য কতগুলো গৎবাঁধা শব্দের ব্যবহার, ওটুকুই আমার কর্ম। বাকি সকল কৃতিত্ব মুরাদ নূরের। আমি আশাবাদী এই গানে জিয়াউর রহমানের অনুসারীরা নতুন উদ্যোমে এগিয়ে যাবে।

সুরকার মুরাদ নূর বলেন, বিশেষ মানুষ নিয়ে সৃষ্টি করতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকে। আমারও তাই হয়েছে। জিয়াউর রহমান নামের সাথে আমার শৈশব কৈশোরের পারিবারিক ঐতিহ্য জড়িত। চেষ্টা করেছি গানে গানে এই মহান ব্যক্তিকে নতুন প্রজন্মের কাছে সঠিক উপস্থাপন করতে, বাকীটা দর্শকশ্রোতাদের মন্তব্যে মূল্যায়িত হবে।

কণ্ঠশিল্পী রাজীব বলেন, খুবই ভালো লাগছে একটি ঐতিহাসিক সৃষ্টির সাথে জড়িত হয়ে। আদর্শিক কারনে আরো বেশি ভালো লাগছে। এমন কাজে আমাকে যুক্ত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান।

জানা গেছে, আগামী ১৯ই জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটাল সকল মাধ্যমে বিশ্বব্যপী প্রকাশিত হবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত