ওটিটিতে জমজমাট সিনেমা–সিরিজ, কী দেখবেন এই সপ্তাহে
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৪২
চলতি সপ্তাহের ওটিটিতে অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, জয়া আহসান, সুমাইয়া শিমু ও সাফা কবিরদের সিরিজ ও সিনেমা দেখা যাচ্ছে। বিঞ্জ, চরকি ও বঙ্গতে এসেছে তাদের কাজগুলো। এছাড়া হইচইয়ে চলছে স্বস্তিকা মুখার্জি ও টোটা রায় চৌধুরী অভিনীত সিরিজ।
চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমা-সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
‘অন্ধকারের গান’
মোশাররফ করিম ও জাকিয়া বারী মমর ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’ দেখা যাচ্ছে বিঞ্জে। প্রেম, রহস্য, খুন, প্রতিহিংসা এবং অপরাধ জগতের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সিনেমায় দেখা গেছে, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে কাজ করতে আসেন মুকুল। গ্রামে নিয়ম করে যাতায়াত করা না হলেও প্রতি মাসে সংসারে টাকা পাঠায় সে। তবে হঠাৎ করে মুকুলের পাঠানো টাকার পরিমাণ কমতে থাকে।
এর কারণ শহরের এক মেয়ের প্রেমে পড়ে যায় মুকুল, মাথায় ঘোরে আরেকটি বিয়ের পরিকল্পনা। এক পর্যায়ে দেখা গেছে একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে।
মুকুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ ও তার স্ত্রী রুমালি চরিত্রে অভিনয় করেছেন মম। এছাড়া আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমিসহ আরো অনেকে অভিনয় করেছেন। গত বুধবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।
‘প্রতিধ্বনি’
শনিবার থেকে বঙ্গে চলছে ওয়েব ফিল্ম ‘প্রতিধ্বনি’। সাসপেন্স, থ্রিলার ও ভৌতিক গল্পে সিনেমাটি বানিয়েছেন সিকদার ডায়মন্ড। কিশোর কুমার দাশের গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন সাফা কবির, সুদীপ বিশ্বাস দীপ, অশোক ব্যাপারী, সাদিয়া তাজিনসহ অনেকে।
‘প্রতিধ্বনি’ তুলে ধরেছে গ্রামের পুরাতন জমিদার বাড়ির গল্প। যেখানে দীর্ঘদিন পর বাবার পৈতৃক ভিটায় বেড়াতে আসে এক লেখক অনুরাগ। গল্প লেখার উদ্দেশ্য নিয়েই বাড়িতে আসেন তিনি। সেখানে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে মঞ্জরী নামের এক নারীর। আর অনুরাগের পুরনো বাড়িতেই ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা।
'২ষ’
নির্মাতা নুহাশ হুমায়ূনের '২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ চরকিতে দেখা যাচ্ছে গত বুধবার রাত থেকে। সিরিজের এই পর্বে দেখা গেছে, জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা একটি গ্রামে বসবাস করে কিছু মানুষ। যাদের প্রত্যেকের কণ্ঠেই রয়েছে সুর। কেবল সুর নেই গ্রামের ছোট্ট একটি মেয়ের কণ্ঠে। তাই গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় একদিন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি এই সময়ের মধ্যে মেয়েটির গলায় সুর না আসে, তাহলে তাকে বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে।
সুরের সাধনা করা ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে তার এবং গলায় সুর আসে।
ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছে সুমাইয়া শিমু ও সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের।
সিরিজের বিভিন্ন চরিত্রে আরও দেখা গেছে এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে।
‘নিখোঁজ ২’
হইচইয়ে শুক্রবার থেকে ওয়েব সিরিজ ‘নিখোঁজ ২’ শুরু হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া 'নিখোঁজ' এর দ্বিতীয় মৌসুম এই সিরিজ। এবারের গল্পে দেখা গেছে, পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া মেয়ে দিতিকে খুঁজতে আকাশ-পাতাল এক করে ফেলছে পুলিশ অফিসার বৃন্দা বসু ৷
এদিকে দিতির নিখোঁজ হওয়ার ঘটনায় নাম জড়িয়ে যায় রোমিত সেন নামের এক বিখ্যাত সাংবাদিকের। শেষ পর্যন্ত বৃন্দা মেয়ের খোঁজ পাবেন কী না সে গল্পই দেখা যাচ্ছে সিরিজটিতে।
বৃন্দা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি ও রোমিত সেন চরিত্রে টোটা রায়চৌধুরী।
অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, প্রতীক দত্ত, প্রিয়াঙ্কা মণ্ডলসহ আরো অনেকে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ