তাহসানের হৃদয় জয় করা কে এই রোজা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
হুট করেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ।
মূলত সংগীতশিল্পী তাহসান খানকে জড়িয়েই আলোচনায় উঠে এসেছেন রোজা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল ছেয়ে গিয়েছে তাদের বিয়ের ছবি শেয়ার করে উইশে উইশে।
অনুরাগীরা রোজা আহমেদকে তাহসানের চাঁদের আলো বানিয়েই ছবির ক্যাপশন দিচ্ছেন। অনেকেই লিখছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান!
বাংলাদেশের বরিশালের মেয়ে রোজা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা তার। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।
তার ফেসবুক পেজ 'রোজাস ব্রাইডাল মেকওভার' পেজে অনুসারী সংখ্যা নয় লাখের ওপরে। পেজ বেশ অ্যাকটিভ থাকলও নিজের ব্যাক্তিগত অ্যাকাউন্ট সাদামাটাই রয়েছে। সেখানে অনুসারীর সংখ্যাও কম। পছন্দের শিল্পী হিসেবে তাহসানকেই রেখেছিলেন এতোদিন।
ঘোরাঘুতে ওস্তাদ রোজা। সুযোগ পেলেই সব ফেলে দে ছুট। যুক্তরাষ্ট্র, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। বাংলাদেশ তার ভ্রমণের জায়গা হচ্ছে সাজেক, নাফাখুম, রাঙামাটি।
শুধু তাই নয়, রান্না বান্নাতেও পটু এই মেয়ে! চুইঝাল, বিরিয়ানি, পিজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও নিজ হাতে রান্না করেন তিনি।
তাহসান জানিয়েছেন, তার স্ত্রী রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তবে বাংলাদেশেই তাঁর সঙ্গে পরিচয়। গত বছর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।
বাংলাদেশ জার্নাল/এনবি