অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। গায়ে হলুদের বেশকিছু ছবি শেয়ার করে অনেকে প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে এ বিষয়ে মন্তব্য না করে আজ সকালে তাহসান বলেন, সন্ধ্যায় চমক আসছে। সেই চমক হিসেবেই কি আজ সন্ধ্যায় বিয়ের ছবি পোস্ট করলেন তিনি।
জানা গেছে, গতকাল গায়ে হলুদ সম্পন্ন হয়েছে, আজ সন্ধ্যায় হয়েছে বিয়ে। এরপর শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করছেন তাহসান।
একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’।
বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক। বর-কনে দুজনেই হাসিমুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন। এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয়।
জানা যায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন।
পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।
তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা-বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
বাংলাদেশ জার্নাল/এফএম