ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় মারা গেছেন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় মারা গেছেন
পরিচালক অরুণ রায়। সংগৃহীত ছবি

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় মারা গেছেন

বছরের প্রথম দিনেই শোকের ছায়া নেমে এলো কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় টালিউড পরিচালক অরুণ রায়। পহেলা জানুয়ারি, বুধবার মৃত্যু হয়েছে তার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসার আক্রান্ত এ পরিচালক সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন। এ অবস্থায় মৃত্যু হয়েছে ‘বাঘাযতীন’ সিনেমার পরিচালকের।

২০২৩ সালের দুর্গাপূর্জায় অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমা মুক্তি পায়। সিনেমা চলাকালিনই শোনা গিয়েছিল অসুস্থতার খবর। ক্যানসারে আক্রান্ত হলেও কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেননি তিনি।

আবার গত বছরের শেষ দিকেও অসুস্থ হয়ে পড়েছিলেন অরুণ রায়। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। কেমোথেরাপির সময়ও শুটিং করেছেন। জীবনের কঠিন সময়ও পজিটিভ ছিলেন। ক্যানসার শনাক্ত হওয়ার ব্যাপারে কখনো প্রশ্ন করা হলেও আপত্তি জানিয়েছেন।

এ পরিচালকের মতে, ক্যানসার যে কারও হতেই পারে। এটি কোনো আলোচ্য বিষয় নয়। আর তার এমন দৃঢ় মনোবলের জন্য প্রশংসা করতেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত