রাফসানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন জেফার
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫২
বেশকিছুদিন ধরেই গুঞ্জন চলছে প্রেম করছেন আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার। আর এই গুঞ্জনের শুরু হয় প্রায় এক বছর আগে থেকেই।
চলতি বছরে রাফসানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ পেলেই সামনে আসে জেফারের সঙ্গে তার প্রেমের বিষয়টি। এমনকি সে সময়ই সে সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান। যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার।
সেসব বিষয় এড়িয়ে গেছেন রাফসান এবং জেফার। তবে প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি গুঞ্জন উঠে থাইল্যান্ডেও দুজনকে একান্তে সময় কাটাতে দেখা গেছে।
গেলো মাসের মাঝামাঝি একটি ছবি ছড়িয়ে পরে স্মাজিক যোগাযোগমাধ্যমে, যাতে দেখা যায় তারা থাইল্যান্ডের একটি বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে বসে আছেন। জেফারের হাতে খাবারের মেন্যু আর রাফসান ফোন দেখছেন। তবে তারা দুজনের কেউ এ বিষয়ে কিছু বলেননি সেসময়ে। ছবিটা ভাইরাল হয় সে সময়ে।
শোবিজাঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার।
তিনি বলেছেন, তাদের দু’জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই। কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।
বিষয়টি নিয়ে জেফার বলেন, আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিচ্ছে আগে থেকেই। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।
রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে...আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।
বাংলাদেশ জার্নাল/এফএম