ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন মিঠুন

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন মিঠুন
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়ন চলছে। এদিকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতজুড়েও এক ধরণের ভুল বার্তা ছড়াচ্ছে। সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি দুটোই আছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। তবে সেই আবেগ-অনুভূতির জায়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

মিঠুন চক্রবর্তী বলেন, যেসব সর্তকবার্তা শুনছি, বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত