প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের কারণ জানালেন আরশ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেতা আরশ খান। রোববার (২২ ডিসেম্বর) ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে সেই সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা।
সম্প্রতি বিটিভির মহাপরিচালককে সভাপতি করে ১৫ জন সদস্য নিয়ে টেলিভিশনটির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়। সেই সদস্যদের অন্যতম এই অভিনেতা।
গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুনর্গঠিত ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’র তথ্য জানানো হয়। মাত্র ১০ দিন পর কেন ওই কমিটি থেকে সরে যেতে চান আরশ খান? ফেসবুক স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন, আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয়, আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেয়া এই সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকবো একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে। যে কোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকবো।
কমিটির প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্যসচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এ ছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে নাম রয়েছে এই সময়ের অভিনেতা আরশ খানেরও।
বাংলাদেশ জার্নাল/আরএইচ