মুক্তি পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রয়াত কীংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। তার গান মানেই ছিল বাড়তি উন্মাদনা। এদিকে তার একটি অপ্রকাশিত নতুন গান শিগগির প্রকাশ পাচ্ছে। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে নতুন গান।
মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। কিন্তু নানান কারণেই সেগুলো প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত একটি গান। আর শ্রোতা-দর্শকদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
জানা গেছে, সেই অপ্রকাশিত গানগুলো এবার একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে ফাউন্ডেশনটি। সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে প্রথম গান ‘ইনবক্স’। গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। ‘ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে প্রকাশিত হচ্ছে গানটি।
মূলত, বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’র যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগেই। ‘ইনবক্স’ গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তানভীর তারেক।
এ প্রসঙ্গে এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ দেশের একটি গণমাধ্যমে বলেন, বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ‘ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি।
বাংলাদেশ জার্নাল/আরএইচ