ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জন্মদিনে যে ‘চমক’ উপহার দিলেন রুনা লায়লা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২০:৪১  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০২৪, ২০:৪৬

জন্মদিনে যে ‘চমক’ উপহার দিলেন রুনা লায়লা
সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

জীবনের ৭১ বসন্ত পেরিয়ে ৭২-এ পা রেখেছেন। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটিয়েছেন তিনি। সংগীতশিল্পী রুনা লায়লা অনেক গুণের অধিকারী। তিনি সুরকার হিসাবেও অনবদ্য।

সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় দশ হাজারেরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি।

তবে ইদানীং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন।

আজ ১৭ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনে চমক নিয়ে হাজির হলেন এই বরেণ্য শিল্পী। এক ভিডিও বার্তায় রুনা লায়লা সেই চমকের কথা প্রকাশ করেছেন।

রুনা লায়লা জানান, আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, অনেক অনেক উপহারও দেন। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ—এসব তো থাকেই। কিন্তু আজ আমি ভেবেছি, এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব।

কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে তার ৬০ বছরের সংগীতজীবনের বিভিন্ন সব অভিজ্ঞতা। গান থাকবে, পাশাপাশি থাকবে গল্প ও সাক্ষাৎকার।

দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন। গান নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। এসব অভিজ্ঞতাও তিনি তার এই ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তুলে ধরবেন বলেও জানান।

(https://www.youtube.com/@TheRunaLaila) ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সংগীতশিল্পী।

রুনা লায়লা বলেন, গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সবই আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত