ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শাহরুখ খানকে হত্যার হুমকি, সেই আইনজীবী গ্রেপ্তার

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৮

শাহরুখ খানকে হত্যার হুমকি, সেই আইনজীবী গ্রেপ্তার
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ। সেই ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেয়া হয়েছিল। মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত আইনজীবীর নাম মোহাম্মদ ফায়জান খান (৫৯)। মূলত, হুমকি দেয়ার পাশাপাশি ৫০ লাখ রুপি চেয়েছিলেন তিনি। তাকে থানায় হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। তবে, সেই আদেশ অমান্য করেছেন তিনি। ফলে মুম্বাই পুলিশের সামনে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ফায়জান খান বলেছিলেন যেই ফোন হুমকিমূলক কল করার জন্য ব্যবহৃত হয়েছিলো, সেটি চুরি হয়ে গিয়েছে। এ বিষয়ে, গত ২ নভেম্বর একটি মামলাও করেছিলেন তিনি।

পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় সংবিধান (বিএনএস) ধারা ৩০৮ এর ৪ নম্বর ধারা (মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাতের হুমকি ও চাঁদাবাজি) এবং ৩৫১’এর ৩ ও ৪ নম্বর ধারা (অপরাধমূলক হুমকি)-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। মূলত, অভিযুক্ত আইনজীবীর নামে নিবন্ধিত ফোন নাম্বার থেকে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেয়ার ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, গত বছরের অক্টোবরে মৃত্যুর হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। তখন ‘পাঠান’ ও ‘জওয়ান’- দুটি সিনেমার সাফল্যের পরপরই এই হুমকি দেয় অভিযুক্ত আইনজীবী।

প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তাঁর বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তাঁর বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত