আবারও রুপালি পর্দায় ফিরছেন নিশো
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৩:৪২ আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৩:৪৫
বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। অভিনয় দিয়ে সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। গত বছরে রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে বিরতি কাটিয়ে আবারও দাগী সিনেমা দিয়ে রুপালি পর্দায় ফিরছেন নিশো। গত ২১ অক্টোবর পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।
দাগী নামে একটি সিনেমা দিয়ে পর্দা মাতাতে আসছেন এই অভিনেতা। সিনেমাটি নির্মাণ করবেন শিহাব শাহীন। তবে নিশোর নতুন সিনেমায় তার সঙ্গে কে জুটি বাঁধবেন সেটা এখনও জানা যায়নি।
বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে শিহাব শাহীন বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না।
বাংলাদেশ জার্নাল/আরএইচ