কন্যা সন্তানের মা হলেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০
দিনক্ষণ আগে থেকেই ছিল ঠিক। ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। তেমনটাই হল। ৮ সেপ্টেম্বর রোববারই সুখবর এল পরিবারে। মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বলিউডে খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির হাওয়ার ভাসছেন সকলেই। বাবা হলেন রণবীর সিং। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন এ জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। দেখতে দেখতে সুদিন হাজির। পরিবারে এল নতুন সন্তান। দীপিকা রণবীরের কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। এক সাক্ষাৎকারে দীপিকা মেয়ে হওয়ার ইচ্ছে প্রকাশই করেছিলেন।
যদিও এখনও রণবীর সিং কিংবা দীপিকা পাড়ুকোন কেউই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেননি। তবে এরই মাধ্যমে দুই থেকে তিনে পরিণত হল বাজিরাও-মাস্তানি জুটি ৷
আর শনিবারই ভর্তি হয়েছিলেন এইচএন রিলায়েন্স হাসপাতালে। রোববার বেলা হতেই এল সুখবর। সকলেই এখন জুটির পোস্টের অপেক্ষায়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন।
বাংলাদেশ জার্নাল/এসবিটি