ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

জেরিন খানের প্রেমে ভাঙন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২

জেরিন খানের প্রেমে ভাঙন

বলিউড অভিনেত্রী জেরিন খান। বহুদিন বড়পর্দায় দেখা মেলেনি বলিউড এই তারকার। অভিনেত্রী পরিচয় যখন ফিকে হওয়ার পথে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এলেন। না, কোনো সিনেমা নয়, আলোচনায় এসেছেন সম্পর্কের ইতি টানার মধ্য দিয়ে

এক সময় বলিউড তারকা সালমান খানের সঙ্গে অভিনেত্রী জেরিন খানের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপর জল অনেক গড়িয়েছে। পরে রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেরিন। ৩ বছর প্রেম করার পর এ সম্পর্কও ভেঙে গেলে জেরিন খানের।

জেরিন-শিবাশিসের ঘনিষ্ঠ এক বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কয়েক মাস আগে ভেঙে গেছে জেরিন-শিবাশিসের প্রেমের সম্পর্ক। এ ভাঙনের পেছনে বেশ কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন।’

গত ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে সম্পর্কের ইতি টেনেছেন জেরিন-শিবাশিস। সোশ্যাল মিডিয়াতেও পরস্পরকে আর অনুসরণ করেন না। তবে এ নিয়ে কথা বলতে এ জুটির মুঠোফোনে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। কিন্তু তাতে সাড়া দেননি তাদের কেউই।

২০২১ সালে সম্পর্কে জড়ান জেরিন-শিবাসিশ। ওই বছরই জেরিন খান বলেছিলেন, ‘সম্প্রতি আমাদের পরিচয়। এ বছরের শুরুতে আমাদের দেখা হয়। আমরা পরস্পরকে জানছি। আমরা পরস্পরকে পছন্দ করি। প্রেম করি আর না করি, আমরা ভালো বন্ধু।’

গত মাসে একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জেরিন খান। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে জেরিন খান বলেন, ‘আমার এই চেহারা দেখে কেউ বিয়ের প্রস্তাব দেবে না। আর যদি দেয়ও তবে আমি জানি না। আসলে, আমার জীবনের বড় সমস্যা হলো— আমি কখনো বিয়ে করতে চাই না।’

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেরিন খানের। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত