আরজি কর প্রসঙ্গে যা বললেন মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৫:৪৫
আরজি কর মেডিক্যাল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণকাণ্ডে উত্তাল অবস্থায় রয়েছে কলকাতা। ন্যক্কারজনক এ ঘটনায় রীতিমতো ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনগণ। প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন তারকারাও। তবে বিষয়টি নিয়ে নীরব ছিলেন বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। অবশেষে তিনি নীরবতা ভাঙলেন।
মিঠুন চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে এ অভিনেতা বলেন, ‘আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি।’
নিহত তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিঠুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
গত ৮ আগস্ট রাতের শিফটে দায়িত্ব পালন করছিলেন ওই তরুণী চিকিৎসক। পরের দিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে। এ ঘটনায় পর তদন্তে নামে কলকাতা পুলিশ।
বাংলাদেশ জার্নাল/আরএইচ