ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভাইরাল হওয়ায় শত্রু বেড়ে গেছে: মিষ্টি জান্নাত

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৬:৪২  
আপডেট :
 ১৩ জুলাই ২০২৪, ২১:১২

ভাইরাল হওয়ায় শত্রু বেড়ে গেছে: মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস বলেছেন, ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শত্রুও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু দেখা যাচ্ছে, তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।

তিনি আরও বলেন, আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে রুগি সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে আমি এখানে কোন চিকিৎসা দিতে পারি না। কিন্তু, প্রফেসর বা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা চিকিৎসা দিয়ে থাকেন।

অন্যদিকে, কেমন পাত্র বিয়ে করতে চান সে প্রসঙ্গে মিষ্টি জানান, অনেকেই প্রেম নিবেদন করে, শেখদের বিয়ে করার বিষয়ে এখনো ভাবছেন না। তবে তিনি সেলিব্রেটি বিয়ে করবেন। সেলিব্রেটি মানে যে শুধু নায়ক তা কিন্তু নয় সে হতে পারে ডিরেক্টর প্রডিউসার গায়ক অথবা খেলোয়াড়। নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পেয়ে থাকেন। কিন্তু, নায়করা তো সাধারণত কলিগ খুব কাছের বন্ধু তাদের নাম বলা যায় না।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত